ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টারের বিদায়, থিয়াগো সিলভার ফ্লুমিনেন্সের ঐতিহাসিক জয়
ইন্টারের বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে।

স্পোর্টস ডেস্কঃ
ইন্টারের বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। সোমবার (৩০ জুন) চার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ১৬-এর এই ম্যাচে ফ্লুমিনেন্সে খেলোয়াড়রা ম্যাচশেষে উল্লাসে মাতেন।
এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন ফ্লুমিনেন্সের অধিনায়ক থিয়াগো সিলভা। ৪০ বছর বয়সী এই ডিফেন্ডার ম্যাচের পর বলেছেন, “আমি এখানে দাঁড়িয়ে মিলানের কথা ভেবেছি। আমি নিশ্চিত মিলান সমর্থকরাও ইন্টারের হারের খবরে খুশি হবেন।”
উল্লেখ্য, থিয়াগো সিলভা ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিন মৌসুম এসি মিলানের হয়ে খেলেছিলেন। সেখানেই তিনি সিরি আ শিরোপা ও ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। তাই সাবেক শহরের প্রতিদ্বন্দ্বী ইন্টারের বিদায়ে আনন্দিত হয়েছেন এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক।
ম্যাচ শেষে সিলভা আরও বলেন, “তাদের বিপক্ষে এমন জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এটি সহজ হবে না। মাত্র এক মাস আগেই তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। কিন্তু আজ আমরা এক হয়ে দুর্দান্ত খেলেছি। ডিফেন্সিভ দিক থেকে দারুণ ম্যাচ খেলেছি। এমন প্রতিপক্ষের বিপক্ষে কিছু দুর্বলতা থাকতেই পারে, তবে দল হিসেবে আমরা সেরা চেষ্টাই করেছি।”
এবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ কে হয় সেটিই দেখার বিষয়।
এবি/সিএস