আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

গ্রীষ্মের প্রখরতা থেকে স্বস্তি এনে দিতে পারে এই বৃষ্টি, যদিও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Sep 29, 2025 - 09:07
Sep 29, 2025 - 09:08
 0
আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি 

ঢাকা: শরতের আকাশে মেঘের আনাগোনা। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের প্রখরতা থেকে স্বস্তি এনে দিতে পারে এই বৃষ্টি, যদিও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

কোথায় কতটুকু বৃষ্টি?

আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানেও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার হিসাব

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.০ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা ও নতুন লঘুচাপের বার্তা

আবহাওয়ার সিনপটিক অবস্থা বলছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন অঞ্চলের নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামী ১ অক্টোবর উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সমুদ্র ও নদীবন্দর সতর্কতা

বর্তমানে দেশের সমুদ্র ও নদীবন্দরসমূহের জন্য কোনো ধরনের সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে।

এবি/সিএস