লিওনার্দোর জোড়া গোল, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে আল-হিলালের অবিশ্বাস্য জয়

ফুটবল দুনিয়ায় নতুন চমক দেখাল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে তারা।

Jul 1, 2025 - 10:13
 0  3
লিওনার্দোর জোড়া গোল, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে আল-হিলালের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক:

ফুটবল দুনিয়ায় নতুন চমক দেখাল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে তারা। এর ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে রিয়াদ-ভিত্তিক এই ক্লাবটি।

ম্যাচের শুরুতে অবশ্য দাপট দেখিয়েছিল সিটি। ৯ মিনিটেই বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টে যায় খেলার ছবি। ৪৯তম মিনিটে মার্কোস লিওনার্দো এবং মাত্র ছয় মিনিটের ব্যবধানে মালকমের গোল আল-হিলালকে ২-১ গোলে এগিয়ে দেয়।

৫৫তম মিনিটে সিটির হয়ে সমতায় ফেরান আরলিং হলান্দ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটেই রুবেন নেভেসের কর্নার থেকে কালীদু কুলিবালির হেডে আবারও এগিয়ে যায় আল-হিলাল। তবে সিটিও হাল ছাড়েনি—ফিল ফোডেন গোল করে ম্যাচে ফেরান ইংলিশ ক্লাবটিকে। কিন্তু শেষ হাসি হাসে সৌদি ক্লাবই। অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে লিওনার্দোর জোড়া গোলের দ্বিতীয়টি আল-হিলালকে নিশ্চিত করে দেয় স্মরণীয় জয়।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই জয় ক্লাব বিশ্বকাপে অন্যতম বড় চমক হিসেবেই ইতিহাসে ঠাঁই করে নিচ্ছে।

এবি/সিএস