শিকাগোর কাছে ৫-৩ গোলে হার মেসির মিয়ামি
এমএলএস লিগে শিকাগো ফায়ারের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৫-৩ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

স্পোর্টস ডেস্ক: টানা ম্যাচ খেলার চাপে ক্লান্ত ইন্টার মিয়ামি শেষ পর্যন্ত হতাশ করল নিজেদের সমর্থকদের। মঙ্গলবার রাতে এমএলএস লিগে শিকাগো ফায়ারের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৫-৩ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।
শুরুর বাঁশি বাজতেই মিয়ামির রক্ষণভাগ দুর্বলতার পরিচয় দিতে থাকে। মাত্র ১১ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে দলটি। কয়েক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস আভিলেস একটি দারুণ গোল করে ব্যবধান কমান। কিন্তু শিকাগো সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেয়নি—অর্ধশেষের আগেই তৃতীয়বার বল জড়ায় মিয়ামির জালে। বল দখলে এগিয়ে থাকলেও (৬৮ শতাংশ) রক্ষণের ভঙ্গুরতা ঢেকে রাখা যায়নি।
দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা করে মিয়ামি। মেসির একটি শট পোস্টে ফিরে আসে। এরপর জ্বলে ওঠেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। ৫৭ মিনিটে একটি গোল এবং ৭৪ মিনিটে আরেকটি গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তখন মনে হচ্ছিল মিয়ামিই হয়তো জয় ছিনিয়ে নেবে।
কিন্তু ফুটবলের নাটকীয়তা তখনও বাকি। শেষ দশ মিনিটে শিকাগো ফায়ার পরপর দুইবার মিয়ামির রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ৮০ ও ৮৩ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ের মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার।
অন্যদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়ে গেছে ইন্টার মিয়ামি। হাতে আছে আরও তিনটি ম্যাচ। শনিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে মাঠে নামবে মেসি-সুয়ারেজরা।
তবে মিয়ামির সবচেয়ে বড় মাথাব্যথা এখন তাদের রক্ষণভাগ। লিগে সবচেয়ে বেশি গোল করা দল হয়েও এ মৌসুমে তারা হজম করেছে ৫২ গোল। এই দুর্বলতা কাটানো না গেলে প্লে-অফের লড়াইয়ে এমএলএস শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেতে পারে ইন্টার মিয়ামি।
এবি/সিএস