মেয়েদের এশিয়ান কাপে নতুন ইতিহাস: কাপের ফাইনাল রাউন্ডে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে রইল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমাদের দল, যা দেশের ফুটবল ইতিহাসে নারীদের জন্য প্রথমবারের মতো এমন এক অনন্য অর্জন।

স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে রইল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমাদের দল, যা দেশের ফুটবল ইতিহাসে নারীদের জন্য প্রথমবারের মতো এমন এক অনন্য অর্জন।
আজ (২ জুলাই) বিকেলে নিজেদের চেয়ে ৭৩ ধাপ উপরে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে বাংলাদেশ। এরপর সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচটি ২-২ গোলে ড্র হলে আর কোনো হিসাবের বালাই থাকেনি। নিশ্চিত হয়ে গেছে, আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া এশিয়ান কাপের আসরে খেলবে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর তুর্কমেনিস্তান দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি বাহরাইনের বিপক্ষে। এই ড্র-ই বাংলাদেশের অপেক্ষার অবসান ঘটায়। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। আরেকটি ম্যাচ বাকি থাকলেও, পয়েন্ট ও মুখোমুখি লড়াইয়ের হিসেবে বাংলাদেশের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে।
২০২৬ সালের ৩ মার্চ শুরু হবে ২১তম নারী এশিয়ান কাপ। স্বাগতিক অস্ট্রেলিয়া ও সর্বশেষ আসরের সেরা তিন দল চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে মূল পর্বে। বাকি দলগুলোকে বাছাইপর্বের কঠিন পথ পেরিয়ে আসতে হচ্ছে – আর সেই পথে বাংলাদেশই প্রথম দল হিসেবে জায়গা করে নিল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
দেশের নারী ফুটবলের অদম্য এগিয়ে চলার এ সাফল্যে খোলে গেল নতুন স্বপ্নের দুয়ার। ঋতুপর্ণারা এখন ইতিহাসের পাতায় নতুন গল্প লিখতে প্রস্তুত।
এবি/সিএস