কুমিল্লার লালমাইতে রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন: শারীরিক প্রতিবন্ধীদের পাশে এক অনন্য সংগঠন
“মানবতার কল্যাণে প্রবাসী”

নিজস্ব প্রতিবেদকঃ “মানবতার কল্যাণে প্রবাসী”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় ২০১৯ সালে আত্মপ্রকাশ করে রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে কাজ শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শুধু প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবিক সহায়তার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। গত ৬ বছরে তারা শতাধিক হুইলচেয়ার বিতরণ করেছে, নিরাপদ স্যানিটেশনের জন্য ২৫টি টয়লেট নির্মাণ করে এবং চিকিৎসা খাতে প্রায় ১৫ লাখ টাকা সহযোগিতা দিয়েছে। এছাড়া কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রায় ৬ লাখ টাকা সহায়তা প্রদান করেছে। প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, রমজানে ঈদ সামগ্রী উপহার, স্যানিটেশন ও টিউবওয়েল স্থাপনসহ বহুমুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে এই সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আবদুল কাদের রিপন এবং সাধারণ সম্পাদক জামাল নুরুল ইসলাম। বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইতালি প্রবাসী মিজান শাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ফ্রান্স প্রবাসী মহসিন খান। দেশে থেকে সংগঠনের কার্যক্রমের সমন্বয় করছেন দৈনিক যুগান্তরের বরুড়া উপজেলা প্রতিনিধি শরীফ বিন ওহাব—যার উদ্যোগেই মূলত এই সংগঠনের যাত্রা শুরু। লালমাই উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসী ভাই-বোনদের সহযোগিতায় এগিয়ে চলা রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন এখন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।
আন্ত/এসবিডাব্লিউ