এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের লজ্জাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়াল জাবি আলোনসোর দল।

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের জন্য ছিল আত্মবিশ্বাস ফেরানোর রাত। কাজাখস্তানের অর্টালিক স্টেডিয়ামে স্বাগতিক কাইরাতকে গুঁড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপে। একাই করলেন হ্যাটট্রিক, ছুঁয়ে ফেললেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের মাইলফলক। সাথে এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজের গোল—ফলাফল দাঁড়াল কাইরাত ০, রিয়াল মাদ্রিদ ৫।
ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। বিরতির পর ৫২ মিনিটে থিবো কোর্তোয়ার লং পাস ধরে চিপ শটে জাল খুঁজে পান ফরাসি তারকা। এরপর ৭৩ মিনিটে আরদা গুলারের অ্যাসিস্ট থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগে একটি সহজ সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত দলকে স্বস্তি দেন এমবাপে।
শেষ সময়ে বদলি হয়ে নামা কামাভিঙ্গা ৮৩ মিনিটে এবং ব্রাহিম দিয়াজ যোগ করা সময়ে গোল করে জয়কে আরও বড় করেন। তবে ম্যাচের ৬৭ মিনিটে কাইরাতের জন্য একটি পেনাল্টি পাওয়া যায়, যা ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যায়।
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের লজ্জাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়াল জাবি আলোনসোর দল। এমবাপের গোলসংখ্যা এখন ৬০, যা তাকে বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড টমাস মুলারকে টপকে ইউসিএলের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।
অর্টালিক স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেন ২২ হাজার ৭৮৮ দর্শক। এই হার ইউরোপিয়ান প্রতিযোগিতায় কাইরাতের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হিসেবে ধরা পড়ল।
এবি/সিএস