লা লিগায় রোমাঞ্চকর জয় নিয়ে শীর্ষে বার্সেলোনা
রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতালানরা।

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলে ফিরেই আলো ছড়ালেন লামিন ইয়ামাল। তার নৈপুণ্যে রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতালানরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বার্সা। ম্যাচের ৩১তম মিনিটে ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় সোসিয়াদাদ। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। মাত্র ১২ মিনিট পর রাশফোর্ডের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে সমতায় ফেরান জুলস কৌন্দে। সমানতালে লড়াইয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে নামা ইয়ামাল দারুণ এক ক্রস তুলে দেন। সেটিকে হেড করে জালের ঠিকানা খুঁজে পান রবার্ট লেভানডোভস্কি। ব্যবধান বাড়ানোর চেষ্টা চালালেও সোসিয়াদাদের ফরোয়ার্ডরা শেষ পর্যন্ত ব্যর্থ হন কাতালান রক্ষণভাগ ভাঙতে। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠল জাভির শিষ্যরা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে রিয়াল মাদ্রিদ।
এবি/সিএস