মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ গোলকিপার

রাউলের অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে স্প্যানিশ ফুটবল অঙ্গনে। আরএফসিএফ তার পরিবার, বন্ধু ও কলিন্ড্রেস ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Sep 30, 2025 - 12:27
Sep 30, 2025 - 12:34
 0
মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ গোলকিপার
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সেই শেষ হয়ে গেল স্প্যানিশ তরুণ ফুটবলার রাউল রামিরেজ ওসোরিওর জীবন। কলিন্ড্রেস ক্লাবের এই গোলকিপার মাঠেই গুরুতর আঘাত পান, যার পরিণতিতে অকালমৃত্যু হয় তার। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চম বিভাগের ম্যাচে রেভিলার বিপক্ষে খেলতে নেমেছিল কলিন্ড্রেস। খেলার মাঝেই মাথায় গুরুতর আঘাত পান রাউল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সেই আঘাতের পর একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার এবং তিনি ‘ব্রেইন ডেড’ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউলের অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে স্প্যানিশ ফুটবল অঙ্গনে। আরএফসিএফ তার পরিবার, বন্ধু ও কলিন্ড্রেস ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তরুণ গোলকিপারের আত্মার শান্তি কামনা করে তারা তিন দিনের শোক ঘোষণা করেছে। পাশাপাশি রাউলের স্মরণে আগামী সপ্তাহে সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

এবি/সিএস