দুর্বল ১২ ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—১৪ হাজার ২০০ কোটি টাকা। গ্রাহকদের আমানত পরিশোধের সুবিধার্থে ১০টি ব্যাংককে ৩৩ হাজার কোটি টাকা ডিমান্ড লোন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ১৯ হাজার কোটি টাকা চলতি হিসাব ঘাটতির বিপরীতে চাহিদা ঋণে রূপান্তর করা হয়েছে।

আন্তঃবানী নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকার বিপুল সহায়তা দিয়েছে। কঠোর মুদ্রানীতির মাঝেও নতুন টাকা ছাপিয়ে ধাপে ধাপে এই অর্থ সরবরাহ করা হয়েছে গত ৫ আগস্টের পর থেকে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সহায়তাপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বিসিবিএল, আইসিবি, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক।
এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—১৪ হাজার ২০০ কোটি টাকা। গ্রাহকদের আমানত পরিশোধের সুবিধার্থে ১০টি ব্যাংককে ৩৩ হাজার কোটি টাকা ডিমান্ড লোন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ১৯ হাজার কোটি টাকা চলতি হিসাব ঘাটতির বিপরীতে চাহিদা ঋণে রূপান্তর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক খুব শিগগিরই একীভূত হবে। দুর্বল ছয়টি ব্যাংক একীভূত করে সরকারের সাময়িক নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। পরে এদের শেয়ার পুনর্গঠন করে সরকারি ও আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।
গভর্নর বলেন, “বিভিন্ন অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে এসব প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। একীভূতকরণের মাধ্যমে তাদের নতুন করে গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।”
সরকার পরিবর্তনের আগেও এই কার্যক্রম চালু থাকবে বলে আশা করছেন গভর্নর মনসুর।
সূত্র: বাংলাদেশ ব্যাংক |
এবি/ এসএফ