ইসরায়েলের উদ্দেশ্য শান্তি নস্যাৎ, বললেন এরদোয়ান
শুক্রবার ইস্তানবুলে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে এরদোয়ান এই মন্তব্য করেন।

আন্তঃবাণী প্রতিবেদকঃ
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আসন্ন পরমাণু আলোচনার ঠিক আগে ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে, তা আলোচনাকে নস্যাৎ করার উদ্দেশ্যেই করা হয়েছে।
শুক্রবার ইস্তানবুলে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে এরদোয়ান এই মন্তব্য করেন। তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে “সরাসরি ডাকাতি” বলে অভিহিত করে তীব্র নিন্দা জানান এবং অভিযোগ করেন যে, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত।
এরদোয়ান বলেন, “নেতানিয়াহু সরকার বারবার প্রমাণ করছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।”
তিনি আরও বলেন, “১৩ই জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসল উদ্দেশ্য ছিল পরমাণু আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা এবং কূটনৈতিক সমঝোতার পথ রুদ্ধ করা।”
তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। তবে সাম্প্রতিক এই মন্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় স্পষ্ট অবস্থান গ্রহণ করলেন, যা এ অঞ্চলের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
এবি/সিএস