তেহরানের কাছে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত !
ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

আন্তঃবাণী প্রতিবেদকঃ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত। ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
তেহরান টাইমস এবং ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আজ বুধবার সকালে তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর ভারামিনে এ ঘটনা ঘটে। ওই অঞ্চলের গভর্নর হোসেইন আব্বাসি জানান, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ শনাক্ত করে এবং তা ভূপাতিত করতে সক্ষম হয়।
এ নিয়ে ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল তেহরান, যার মধ্যে কয়েকটি গত সপ্তাহের পাল্টাপাল্টি হামলার সময় বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলায় নামে, এবং তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান বিশ্বে অন্যতম উন্নত প্রযুক্তির স্টিলথ এয়ারক্রাফট হিসেবে পরিচিত। এটি রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চগতির পাশাপাশি দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনায় সক্ষম। এই বিমানের একাধিক সংস্করণ বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশের বিমানবাহিনীতে ব্যবহৃত হচ্ছে।
তবে ইসরায়েল এখনো এই দাবি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মহলে এই ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যুদ্ধের সম্ভাব্যতা ও আঞ্চলিক নিরাপত্তা ঘিরে।
ইরান এই সফলতা তাদের প্রতিরক্ষা সক্ষমতার বড় প্রমাণ হিসেবে দেখছে, আর বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি এফ-৩৫ ভূপাতিত হয়ে থাকে, তবে তা প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে বড় এক বার্তা বহন করছে।
এবি/সিএস