ঢাকায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তঃবাণী প্রতিনিধি: আজ বুধবার, ১ অক্টোবর ২০২৫ (১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ)। দিনের শুরুতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টা: দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে রেকর্ড হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ এবং সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত একটি লঘুচাপ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামুদ্রিক ও নদীবন্দর সতর্কতা: বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও জারি করা হয়নি।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
সূর্যোদয়: ভোর ৫:৪৯ মিনিটে
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪৬ মিনিটে
এবি/সিএস