কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে "দ্য রয়েল বেঙ্গল টাইগার" আখ্যা দিয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার উপস্থিতি দলকে নতুনভাবে উজ্জীবিত করবে।

Sep 30, 2025 - 23:41
 0
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার  সাকিব
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  আবারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলোচনায় উঠলেন সাকিব আল হাসান। কানাডায় নতুন সূচনার অপেক্ষায় থাকা কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

টি-টেন ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে আগেও খেলেছেন সাকিব। এবার আইকন ক্রিকেটারের মর্যাদায় ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে "দ্য রয়েল বেঙ্গল টাইগার" আখ্যা দিয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার উপস্থিতি দলকে নতুনভাবে উজ্জীবিত করবে।

মন্ট্রিয়াল টাইগার্সে সাকিবের সঙ্গে মাঠ মাতাবেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো তারকারা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবেন আরও বিশ্বসেরা ক্রিকেটার—কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, পিয়ূষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজ।

কানাডা সুপার সিক্সটির মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারের আইকন মর্যাদা টুর্নামেন্টের মর্যাদাকেও আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এবি/সিএস