মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের পথে বাংলাদেশের মেয়েরা
এশিয়ার নারী ফুটবলে আরেকটি দারুণ সাফল্যের গল্প লিখল বাংলাদেশ নারী দল। শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নকে একদম ছুঁয়ে ফেলেছে স্বপ্নারা।

আন্তঃবাণী স্পোর্টস ডেস্কঃ
এশিয়ার নারী ফুটবলে আরেকটি দারুণ সাফল্যের গল্প লিখল বাংলাদেশ নারী দল। শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নকে একদম ছুঁয়ে ফেলেছে স্বপ্নারা।
ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বুধবার বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জয়ের নায়ক করে তুলেছেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধে ফ্রি কিকের ফিরতি শটে ও দ্বিতীয়ার্ধে দারুণ এক দূরপাল্লার শটে তিনি দুইবার বল জালে পাঠান। যদিও শেষদিকে এক গোল শোধ করে ব্যবধান কমায় স্বাগতিক মিয়ানমার।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৯তম মিনিটে ফ্রি কিক থেকে রক্ষণদেয়ালে প্রতিহত হওয়া বল ফিরতি শটে জালে জড়ান ঋতুপর্ণা। ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল শামসুন্নাহার জুনিয়রেরও, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পর মিয়ানমার মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়, তবে বাংলাদেশ রক্ষণকে ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের। বরং ৭২তম মিনিটে আবারও ঝলক দেখান ঋতুপর্ণা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট মিয়ানমার গোলরক্ষককে ছলকে জালে প্রবেশ করে।
শেষ মুহূর্তে মিয়ানমারের উইন উইন ব্যবধান কমালেও বাংলাদেশের রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই উদযাপন ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। এর আগে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে বড় কোনো বিপর্যয় না ঘটলে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলবে স্বপ্নারা।
মিয়ানমারের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের মেয়েদের এই জয় নতুন ইতিহাসের পথে আরেকটি বড় ধাপ।
এবি/সিএস