ভিনিসিউসের ঝলকে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

ভিনিসিউস জুনিয়রের এক গোল ও এক অ্যাসিস্টে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

Jun 27, 2025 - 10:17
 0  2
ভিনিসিউসের ঝলকে  ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ

ভিনিসিউস জুনিয়রের এক গোল ও এক অ্যাসিস্টে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টি ভেজা আবহাওয়ায় শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছে জাবি আলোনসোর শিষ্যরা।

গ্রুপ এইচ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে রিয়াল। সৌদি আরবের আল হিলাল ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে আগিয়েছে। চার পয়েন্ট নিয়ে বাদ পড়েছে সালজবুর্গ। মেক্সিকান ক্লাব পাচুকা কোনো পয়েন্টই পায়নি।

প্রথমার্ধেই দুই গোল করে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ম্যাচের ৪০তম মিনিটে জুড বেলিংহ্যামের নিখুঁত পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিউস। যোগ করা সময়ে সালজবুর্গের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন ভিনিসিউস এবং পেছনের দিকে চমৎকার ব্যাকহিল পাস দেন ফেডেরিকো ভালভার্দেকে, যিনি সুযোগ কাজে লাগিয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধেও রিয়াল বলের দখল রেখেছে বেশিরভাগ সময়। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন গনজালো গার্সিয়া ও ভিনিসিউস। শেষ পর্যন্ত ৮৪তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে গোল করে ম্যাচে শেষ ছাপটি দেন তরুণ ফরোয়ার্ড গার্সিয়া।

ম্যাচ শেষে ভিনিসিউস বলেন, “গোল এবং অ্যাসিস্টে আমি খুশি। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—নকআউট পর্ব—সামনে। আমরা প্রস্তুত।”

রিয়াল কোচ জাবি আলোনসো জানান, গ্রুপ পর্বে না খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ফিরছেন পরবর্তী রাউন্ডে। তিনি সম্প্রতি গ্যাস্ট্রোএনটেরাইটিসে ভুগে বিশ্রামে ছিলেন। বুধবার অনুশীলনে ফিরেছেন এবং নকআউটের জন্য প্রস্তুত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলোনসো।

রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রতিপক্ষ ইতালির ক্লাব জুভেন্টাস, যাদের বিপক্ষে তারা খেলবে আগামী মঙ্গলবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। অন্যদিকে আল হিলালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যাচটি হবে সোমবার, অরল্যান্ডোতে।

এবি/সিএস