৮৯ বারের মতো পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরবর্তীতে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এই চুরির ঘটনা ঘটায়।

আন্তঃবাণী নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ইতোমধ্যেই ৮৯ বার পেছালো প্রতিবেদন দাখিলের সময়সীমা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন নতুন তারিখ হিসেবে ৪ নভেম্বর নির্ধারণ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানিয়েছেন, “আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ দিয়েছেন।”
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরবর্তীতে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এই চুরির ঘটনা ঘটায়।
ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
এবি/এসএফ