শ্রীলঙ্কার ২৮৬ রানের লক্ষ্য, রেকর্ড তাড়া করতে নামছে বাংলাদেশ

এই লক্ষ্য ছুঁতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড রান তাড়া হবে বাংলাদেশের। এর আগে সর্বোচ্চ ২৮০ রান তাড়া করে জিতেছিল টাইগাররা ২০২৩ বিশ্বকাপে।

Jul 8, 2025 - 19:18
 0
শ্রীলঙ্কার ২৮৬ রানের লক্ষ্য, রেকর্ড তাড়া করতে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে। পাল্লেকেলের সবুজ গালিচায় টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস আর চারিত আসালাঙ্কার ব্যাটে ভর করে ভালো সংগ্রহ গড়ে লঙ্কানরা। মেন্ডিস করেছেন দারুণ এক সেঞ্চুরি, ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কা ফিরেছেন ৫৪ রানে। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্ত চামিরার ছোট ক্যামিওতে স্কোর ২৮৫ পর্যন্ত যায়। বাংলাদেশের পক্ষে তাসকিন, মিরাজ, তানজিম ও শামীম সমানভাবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার রানের গতি থামানোর চেষ্টা করেছেন।

এই লক্ষ্য ছুঁতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড রান তাড়া হবে বাংলাদেশের। এর আগে সর্বোচ্চ ২৮০ রান তাড়া করে জিতেছিল টাইগাররা ২০২৩ বিশ্বকাপে। সেই ইতিহাস নতুন করে লিখতে মিরাজদের ব্যাটিং লাইনআপের প্রয়োজন সাহসী শুরু আর দৃঢ় মধ‌্যভাগ।

পাল্লেকেলেতে সিরিজ এখন ১–১ সমতায়। জিতলে সিরিজ বাংলাদেশের, আর হারলে শ্রীলঙ্কার কাছে হেরে ফিরতে হবে টাইগারদের। পাল্লেকেলেতে বৃষ্টি না হলে জমজমাট এক ম্যাচের অপেক্ষা দর্শকদের।

এবি/সিএস