শ্রীলঙ্কার ব্যাটিং দাপটে বিপর্যস্ত বাংলাদেশ, তাইজুলের পাঁচ উইকেট
প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে তুলে নিয়েছে ৪৫৮ রান। ফলে ২১১ রানের বড় লিড নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা।

আন্তঃবাণী ডেস্কঃ
কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের ওপর চাপ আরও বেড়েছে। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে তুলে নিয়েছে ৪৫৮ রান। ফলে ২১১ রানের বড় লিড নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে একমাত্র সান্ত্বনার নাম বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি নেন ৫ উইকেট।
দিন শুরু হয়েছিল শ্রীলঙ্কার ২৯০/২ রান নিয়ে। আগের দিন শতক করা পাতুম নিশাঙ্কা ছিলেন ব্যাটিংয়ের মূল স্তম্ভ। তবে তৃতীয় দিনের সকালের সেশনেই ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ক্যাচ তুলে আউট হন তাইজুলের বলে। এরপর লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়াও বেশিক্ষণ টিকতে পারেননি, তাঁকেও এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল।
তবে এখানেই থেমে থাকেনি শ্রীলঙ্কার লড়াই। মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস (৩৩), এরপর কুশল মেন্ডিস নামের আরেক 'মেন্ডিস ঝড়' বাংলাদেশের ওপর কাঁপন ধরায়। ৮৭ বলে ৮৪ রান করে তিনিও রান আউট হন ইনিংসের শেষদিকে। কুশল মেন্ডিসের ইনিংসেই মূলত শ্রীলঙ্কার লিড পার করে ২০০ রানের গণ্ডি।
শেষদিকে থারিন্দু রত্নায়েকে (১০) ও অভিষিক্ত সোনাল দিনুশা (১১) কিছুটা অবদান রাখলেও বাংলাদেশের স্পিনাররা নিয়মিত উইকেট তুলে নেন। তাইজুল তাঁর কোটা পূরণ করেন ১৩১ রানে ৫ উইকেট নিয়ে, যা তাঁর টেস্ট ক্যারিয়ারে ১৭তম ৫ উইকেটের কীর্তি। অফ স্পিনার নাঈম হাসান পান ৩ উইকেট, নাহিদ রানা নেন ১টি।
আজ দুই সেশনে শ্রীলঙ্কা ব্যাট করে ৩৮.৫ ওভার, যোগ করে ১৬৮ রান, হারায় বাকি ৮ উইকেট। যদিও উইকেট পড়েছে, কিন্তু রানরেটে কোনো ভাটা ছিল না। সকালের সেশনে বাংলাদেশ কিছুটা নিয়ন্ত্রণ আনলেও পরবর্তী সময়ের কুশল-ঝড়ে ধাক্কা খায় টাইগাররা।
শ্রীলঙ্কা যেখানে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে এগিয়ে, সেখানে বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে ব্যাকফুটে। এই ইনিংসই বলে দেবে, ম্যাচ বাঁচানোর আশায় বাংলাদেশ লড়বে, নাকি শ্রীলঙ্কা ছিনিয়ে নেবে সিরিজ জয়ের উৎসব।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৫৮ (নিশাঙ্কা ১৫৮, কুশল ৮৪; তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭, নাহিদ ১/৯৪)
লিড: শ্রীলঙ্কা এগিয়ে ২১১ রানে
এবি/সিএস