খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ২

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আরেক গুলিবিদ্ধ ব্যক্তি মিরাজ, স্থানীয়ভাবে ‘কাউয়া মিরাজ’ নামে পরিচিত, তিনি হাসপাতালে ভর্তি না হয়ে পালিয়ে গেছেন।

Jun 27, 2025 - 12:13
 0  1
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ২

আন্তঃবানী নিউজ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আরেক গুলিবিদ্ধ ব্যক্তি মিরাজ, স্থানীয়ভাবে ‘কাউয়া মিরাজ’ নামে পরিচিত, তিনি হাসপাতালে ভর্তি না হয়ে পালিয়ে গেছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, নিহত ও আহত তিনজনই খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য। বৃহস্পতিবার রাতে ৫-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে সোহাগের বাড়িতে ঢুকে গুলি চালায়। সাব্বিরের মাথার পেছন দিয়ে ঢুকে সামনের চোখ ভেদ করে গুলি বেরিয়ে যায়। সাদ্দামের মাথার পেছনেও গুলি বিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান জানান, নিহত সাব্বির সম্প্রতি রূপসার কালা রনি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে। তিনি জানান, হামলাকারী ও শিকার—উভয়পক্ষই সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এবি/ এসএফ