গাজীপুরে ৫ দিন নিখোঁজের পর বস্তাবন্দি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে নাবিলার হাত-মুখ বাঁধা মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আন্তঃবাণী নিউজ ডেস্ক:
গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা (৪) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ বাড়ির পেছনে পড়ে থাকা একটি বস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম কানিজ নাবা নাবিলা। তিনি প্রবাসে থাকা বাবার অনুপস্থিতিতে মায়ের সঙ্গে ধীরাশ্রম এলাকায় বসবাস করছিল। গত ৯ জুলাই বিকেলে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাবিলা। অনেক খোঁজাখুঁজি, মাইকিং এবং স্থানীয়দের সহায়তার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নাবিলার চাচা কুদ্দুস মিয়া জানান, সোমবার হঠাৎ বাড়ির পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে নাবিলার হাত-মুখ বাঁধা মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
নিহতের মা খাদিজা বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সন্ধানে বারবার মাইকিং করেছি, কিন্তু কোনো সহায়তা পাইনি। আজ তাকে এভাবে পেলাম। আমাদের ধারণা, এই নির্মম হত্যাকাণ্ডে প্রতিবেশী কেউ জড়িত।”
এবি/এসএফ