আমরা যুক্তরাষ্ট্রের গালে কষে ছড় মেরেছিঃ খামেনী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলায় ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল

আন্তঃবাণী প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলায় ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ইরানের পাল্টা আঘাতে ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে হস্তক্ষেপ করতে হয়েছে, নতুবা ইসরায়েলের পতন নিশ্চিত ছিল। খবর: আলজাজিরা। খামেনি বলেন, ‘‘আমরা যুক্তরাষ্ট্রের গালে একটি চড় মেরেছি।’’
তার দাবি, ‘‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে শুধুমাত্র ইহুদিবাদী শাসনব্যবস্থাকে রক্ষার জন্য। কারণ তারা ভয় পেয়েছিল, ইরানের আঘাতে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘ইহুদিবাদী শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।’’ উল্লেখ্য, গত ১২ জুন দিবাগত রাতে ইরানকে পরমাণু বোমা তৈরির অভিযোগে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এর জবাবে ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনার দিকে। এই টানা সংঘাতের দশদিন পর, ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার কোডনেম ছিল ‘দ্য মিডনাইট হ্যামার’। এই ঘটনার পরই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যকে ইরানের রাজনৈতিক বিজয়ের স্বীকৃতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
এবি/এসবিডাব্লিউ