বিমান হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Sep 30, 2025 - 10:26
Sep 30, 2025 - 10:27
 0
বিমান হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে টেলিফোনে আল থানির সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। এসময় কাতারে হামলার ঘটনায় নিহত কাতারি নিরাপত্তারক্ষীর মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করে ক্ষমা চান তিনি।

গত ৯ অক্টোবর বিকেলে দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের শীর্ষ নেতারা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন। হামলায় ৬ জন নিহত হন, যার মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তারক্ষী। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং অন্য জ্যেষ্ঠ নেতারা অক্ষত থাকেন।

কাতারের প্রধানমন্ত্রী আল থানি নেতানিয়াহুর এ ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সর্বদা গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

এবি/সিএস