'শত্রু ভুল করেছে, শাস্তি তাকে পেতেই হবে' — কঠোর বার্তা দিলেন খামেনি

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Jun 23, 2025 - 09:09
Jun 23, 2025 - 09:09
 0  3
'শত্রু ভুল করেছে, শাস্তি তাকে পেতেই হবে' — কঠোর বার্তা দিলেন খামেনি
ফাইল ফটো

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৮ জুন, তেহরানে প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, “জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।”

এই ভাষণটি এসেছে এমন এক সময়, যখন কয়েকদিন আগেই—১৩ জুন—ইরানে ইসরায়েলি বাহিনীর একটি আক্রমণ সংঘটিত হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও তীব্র সামরিক জবাব দেয়, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।

এ হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিরাপত্তার কারণে তাঁর বাসভবন ছেড়ে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন। ৮৬ বছর বয়সী এ নেতা বর্তমানে প্রায় পুরোপুরি জনসম্মুখে যোগাযোগ বন্ধ রেখেছেন। ইরানি নিরাপত্তা সূত্রগুলো আশঙ্কা করছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁর ওপর সরাসরি হামলা চালাতে পারে। এমন আশঙ্কার প্রেক্ষিতে তিনি প্রয়োজনে তাঁর উত্তরসূরি নির্বাচন সংক্রান্ত নির্দেশনাও দিয়ে রেখেছেন বলে জানা গেছে।

খামেনির এ বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করা হয়। তাঁর কথাগুলো ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জনগণের মধ্যে এক ধরনের প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব খামেনির হাতেই কেন্দ্রীভূত। ফলে তাঁর নিরাপত্তা ও নেতৃত্ব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবি/সিএস