দুই মৌসুম পর সিপিএলে ফিরছেন সাকিব

দুই বছরের বিরতির পর আবারও তিনি ফিরছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, খেলবেন এই বছর অনুষ্ঠিতব্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অ্যান্টিগা ও অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে।

Jun 18, 2025 - 21:23
 0
দুই মৌসুম পর সিপিএলে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ 

বিশ্ব ক্রিকেটের আলোচিত এক নাম সাকিব আল হাসান। একদিকে আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তার ধোঁয়াশায়, অন্যদিকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর উপস্থিতি এখনো সমান রঙিন। দুই বছরের বিরতির পর আবারও তিনি ফিরছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, খেলবেন এই বছর অনুষ্ঠিতব্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অ্যান্টিগা ও অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে।

আজ সিপিএলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিপিএলের ইতিহাসে এটি হবে সাকিবের ষষ্ঠ মৌসুম। এর আগে তিনি বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে পাঁচটি মৌসুম খেলেছেন। ২০১৩ সালে সিপিএলে তাঁর স্মরণীয় এক ইনিংসে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি এখনো লিগটির সেরা বোলিং ফিগার হিসেবে অক্ষুণ্ণ।

যদিও জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। চোট, বিশ্রাম এবং নানা বিতর্কে জর্জরিত ক্যারিয়ার নিয়ে বিসিবি এখনও কোনো নিশ্চিত বার্তা দেয়নি। তবে বোর্ডের একজন পরিচালক সম্প্রতি জানিয়েছেন, “সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা।”

সিপিএলে সাকিবের সামগ্রিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়—৩৬ ম্যাচে ৪৪৮ রান ও ৩৭টি উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৮২ গড়ে। অভিজ্ঞতার ঝুলি পূর্ণ এ অলরাউন্ডার বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই নিজের জাত চিনিয়েছেন। ৪৪৭ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৭৪৩৮ রান ও ৪৯৩ উইকেট।

চলতি বছর পাকিস্তান সুপার লিগ দিয়ে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে পিএসএলে পারফরম্যান্স ছিল হতাশাজনক—তিন ম্যাচে ব্যাটে রান না থাকলেও, তাঁর অন্তর্দৃষ্টিমূলক উপস্থিতি দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

সিপিএলের ১৩তম আসর শুরু হচ্ছে ১৪ আগস্ট। সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস সেই দিনই মাঠে নামবে, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ক্যারিবীয় দ্বীপে আবারও সাকিবের স্পিন জাদু দেখা যাবে কি না, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন। তবে ভক্তদের চোখ রাখতেই হবে—এই অভিজ্ঞ টাইগারের নতুন অভিযানে।

এবি/সিএস