ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে ভূমি ছাড়ার পরামর্শ দিলেন মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের কিছু ভূমি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে মুসলিম দেশগুলোর ইসরায়েলের চেয়ে ৬৪৪ গুণ বেশি ভূমি রয়েছে।

Jun 11, 2025 - 14:02
 0
ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে ভূমি ছাড়ার পরামর্শ দিলেন মার্কিন রাষ্ট্রদূত
ওয়েস্টার্ন ওয়ালের ফাঁকে চিরকুট গুঁজে দিচ্ছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি বলেন, এই চিরকুট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো। ওল্ড সিটি, জেরুজালেম, ১৮ এপ্রিল ২০২৫ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের কিছু ভূমি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে মুসলিম দেশগুলোর ইসরায়েলের চেয়ে ৬৪৪ গুণ বেশি ভূমি রয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, "যদি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য এমন আকাঙ্ক্ষা থাকে, তাহলে কেউ হয়তো বলবে, আমরা এর আতিথ্য দিতে চাই।" তিনি দ্বি-রাষ্ট্রিক সমাধানকে "একটি আকাঙ্ক্ষামূলক লক্ষ্য" হিসেবে অভিহিত করেন, যা আন্তর্জাতিক ঐকমত্য থেকে ভিন্ন।

হাকাবি আরও বলেছেন যে পশ্চিম তীরে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য "সংস্কৃতিগত পরিবর্তন" দরকার, যা সম্ভবত "আমাদের জীবদ্দশায়" ঘটবে না। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের বর্তমান সংস্কৃতিতে ইহুদিদের লক্ষ্যবস্তু করা এবং হত্যা করাকে উৎসাহিত করা হয়, যা পরিবর্তন হওয়া উচিত।

তবে মার্কিন পররাষ্ট্র দফতর হাকাবির এই মন্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, মার্কিন নীতি নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রপতির। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য দেশ এখনও দ্বি-রাষ্ট্রিক সমাধানকে ফিলিস্তিন সমস্যার একমাত্র কার্যকর সমাধান হিসেবে দেখে, যেখানে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

এবি/আরআর