এক্সপ্রেসওয়ে নিয়ে শেখ হাসিনার প্রশংসা , শিবিরকর্মীর অসহিষ্ণু আচরণ
নাজমুস এস নাজিম লেখেন, যুবকটি শেখ হাসিনার প্রশংসার তীব্র প্রতিবাদ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এক পর্যায়ে মনে হচ্ছিল বাসের ভেতরে বড় ধরনের বিশৃঙ্খলা শুরু হতে পারে।

আন্তঃবাণী প্রতিনিধি
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে এক শিবিরকর্মীর রাজনৈতিক বিতণ্ডায় লিপ্ত হওয়ার ঘটনার বিবরণ উঠে এসেছে। নাজমুস এস নাজিম নামের এক ব্যক্তি তার ফেসবুকে লিখেন, ঢাকা বিমানবন্দর এলাকা থেকে মহাখালীগামী একটি বাসে ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, আলম এশিয়া পরিবহনের একটি বাস তীব্র যানজট এড়াতে উঠে পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। মসৃণ গতিতে চলার সময় চালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করলে বাসের ভেতর রাজনৈতিক আলোচনা শুরু হয়। বেশিরভাগ যাত্রীই এতে সমর্থন জানালেও হঠাৎ এক যুবক দাঁড়িয়ে চালককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
নাজমুস এস নাজিম লেখেন, যুবকটি শেখ হাসিনার প্রশংসার তীব্র প্রতিবাদ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এক পর্যায়ে মনে হচ্ছিল বাসের ভেতরে বড় ধরনের বিশৃঙ্খলা শুরু হতে পারে। তখনই তিনি নিজে হস্তক্ষেপ করে শান্তভাবে ওই যুবককে উদ্দেশ্য করে বলেন, “শুনুন ভাই, এটা একটি গণতান্ত্রিক দেশ। সবাই নিজের মতামত প্রকাশ করতে পারে। কাউকে এভাবে চুপ করানো অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ।”
তার এমন হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে জানা যায়, যিনি চালকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন, তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় কর্মী।
ঘটনাটি নিয়ে অনেকে মন্তব্য করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরপন্থিদের যেভাবে ‘ভদ্র’ ও ‘সহনশীল’ রূপে উপস্থাপন করা হয়, বাস্তবে তাদের আচরণ সম্পূর্ণ ভিন্ন।
এবি/সিএস