ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যার সূচি সোমবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যার সূচি সোমবার ( ২৯ সেপ্টেম্বর) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের লড়াই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। এরপর ২৪ অক্টোবর চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে টি-টোয়েন্টি সিরিজ শুরুর তারিখে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী, ২৬, ২৮ ও ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে তিন ম্যাচ।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসর। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত।
এর আগে ২০২৪ সালের শেষভাগে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে প্রথমবারের মতো ক্যারিবীয়দের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশের তেতো অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
এবি/সিএস