নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন বিজয়

অভিনেতা বিজয় থালাপতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহত প্রত্যেককে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Sep 29, 2025 - 13:48
Sep 29, 2025 - 13:49
 0
নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন বিজয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির নির্বাচনী জনসভা পরিণত হলো এক ভয়াবহ ট্র্যাজেডিতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুরে, তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর আয়োজিত এক জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। এই ভয়াবহ ঘটনার পর, নায়ক থেকে মুহূর্তেই যেন খলনায়কে পরিণত হয়েছেন বিজয়। অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলায় টিভিকে-র সাধারণ সম্পাদক এন. আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি. টি. নির্মল কুমার এবং কারুর জেলার সম্পাদক মথিয়াজাগানসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশের অভিযোগ, জনসভার জন্য দেওয়া শর্ত ভঙ্গ করেছে টিভিকে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি, যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

এই মর্মান্তিক ঘটনার পর, অভিনেতা বিজয় থালাপতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহত প্রত্যেককে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বক্তব্য দিয়ে বিজয় রাজনীতির মাঠে ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তাঁরই জনসভায় এতগুলো মানুষের মৃত্যু, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভাবমূর্তির ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করল। দলের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, তারা পুলিশের সব নির্দেশনা মেনেই চলেছিল, তবে এই ঘটনার দায়ভার এখন বিজয় এবং তাঁর দলকেই নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তঃবানী/এইচএম