হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

এদিকে হিরো আলমের ওপর এ ধরনের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Sep 29, 2025 - 23:11
 0
হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও খবরের শিরোনামে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন তরুণ মোটরসাইকেলে এসে হঠাৎই তার ওপর হামলা চালায়। এতে হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আন্ত:বাণীকে ঘটনাটি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়।

এদিকে হিরো আলমের ওপর এ ধরনের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে পরিকল্পিত আক্রমণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে প্রতিহিংসামূলক ঘটনা হিসেবে মন্তব্য করছেন।

এবি/সিএস