ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির সব দিক সম্পন্ন করতে হবে।”

Jul 9, 2025 - 21:13
Jul 9, 2025 - 21:35
 0
ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তঃবানী নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির সব দিক সম্পন্ন করতে হবে।”

তিনি জানান, এই প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ, বিজিবি এবং কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের আগেই তাদের কার্যক্রমে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, “নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা মহল থেকে ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। এজন্য তিনি (প্রধান উপদেষ্টা) কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন। যাতে আগাম মাসগুলোতে কোনো বিশৃঙ্খলা ছড়াতে না পারে।”

এবি/এসএফ