শ্রীলঙ্কার কাছে লজ্জার হার বাংলাদেশের
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরেকটি হতাশার রাত উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় হাতছানি দিয়েও রেকর্ড ধসে শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে হারতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে।

আন্তঃবাণী স্পোর্টস ডেস্কঃ
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরেকটি হতাশার রাত উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় হাতছানি দিয়েও রেকর্ড ধসে শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে হারতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিক লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা শূন্য রানে ফেরেন। তবে অধিনায়ক চারিথা আশালঙ্কার অসাধারণ সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা। তিনি ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন, মারেন ছয়টি চার ও চারটি ছক্কা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৪৪ রানে অলআউট হয়ে যায়।
জবাবে বাংলাদেশের শুরুটাও খারাপ ছিল না। পারভেজ ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দল পায় ২৯ রানের উদ্বোধনী জুটি। ইমন ১৩ রানে ফিরলেও তানজিদ ও শান্ত দলের রান ১০০ পর্যন্ত নিয়ে যান। তবে সেখানেই ঘটে ভয়াবহ বিপর্যয়। শান্ত রান আউট হন ২৩ রানে। এরপরই শুরু হয় ধস—১০০ রানে ২ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট!
ওয়ানডে ক্রিকেটে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এত কম রানে কোনো দল এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে একাই দুই উইকেট হারিয়ে ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে মাত্র ১৬৭ রানে।
শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিল ৭৭ রানের বড় ব্যবধানে। এই হারের মাধ্যমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের দুর্বলতা ও মানসিক ভঙ্গুরতা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লঙ্কানরা।
এবি/সিএস