তারেক রহমানের শুভেচ্ছায় আবেগাপ্লুত ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।

Jun 28, 2025 - 21:25
 0  1
তারেক রহমানের শুভেচ্ছায় আবেগাপ্লুত ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ফাইল ছবি

বিশেষ প্রতিনিধিঃ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখানে ড. ইউনূসের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, ফুলেল শুভেচ্ছা পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের জন্ম ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। সামাজিক ব্যবসা ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসিত এই অর্থনীতিবিদ বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এবি/এসবিডাব্লিউ