খুলনায় অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম
আন্দোলনকারীদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

খুলনা প্রতিনিধিঃ ২৮ জুন: খুলনায় চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় খুলনা প্রেস ক্লাবের মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের অপসারণের দাবিতে চলমান বিক্ষোভ ও তাদের বক্তব্য তুলে ধরেন।
এর আগে, বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রেস ক্লাবে যান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে তিনি বলেন, “আপনাদের বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবো। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “আমরা প্রেস সচিবের কাছে কোনো সিদ্ধান্ত চাইনি। আমরা কেবল প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, এই অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারেন না।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে বিষয়টি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।” বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, “আমরা গত চারদিন ধরে কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রশাসনের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। যেহেতু আমরা প্রেস সচিবের সঙ্গে দেখা করতে পেরেছি, আমরা আমাদের দাবি তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই।”
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই খুলনায় কেএমপি কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হয়রানি ও দায়িত্বহীনতার অভিযোগ এনে আন্দোলন চলছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এ দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে।
এবি/এসবিডাব্লিউ