ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়, লজ্জাজনক হারের বৃত্তে বাংলাদেশ
কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে বিধ্বস্ত হলো নাজমুল হোসেন শান্তর দল। গলে প্রথম টেস্ট ড্র হলেও সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে হোয়াইটওয়াশের মতোই কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

স্পোর্টস ডেস্কঃ
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরও নতুন কোনো গল্প শোনাতে পারল না বাংলাদেশের ক্রিকেটকে। কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে বিধ্বস্ত হলো নাজমুল হোসেন শান্তর দল। গলে প্রথম টেস্ট ড্র হলেও সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে হোয়াইটওয়াশের মতোই কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ছয় উইকেট পতনের মধ্য দিয়ে। ৩৮.৪ ওভারে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে ৯৬ রানে পিছিয়ে থেকে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষদিনে মিরাজ, লিটন, নাঈম আর ইবাদতের বিদায়ে ৫.৩ ওভারেই অলআউট হয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১৩৩ রান।
প্রথম ইনিংসেও একই চিত্র—সব ব্যাটার শুরু পেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। মুশফিকের সর্বোচ্চ ২৬, এনামুল, নাজমুল ও লিটনদের রান দুই অঙ্ক পেরোলেও দলের সংকট দূর হয়নি। দু’ইনিংস মিলিয়ে বাংলাদেশের কোনো ব্যাটারের ফিফটির মুখ দেখেনি টেস্ট।
বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার স্পিনারদের অবদান চোখে পড়ার মতো। বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে একাই নেন ৫ উইকেট, প্রথম ইনিংসেও স্পিন জুটিতে ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্দু রত্নায়েকে মিলিয়ে শিকার করেন মূল্যবান উইকেট।
তাইজুল ইসলামের বোলিংয়ে কিছুটা লড়াই হয়তো হয়েছিল। বিদেশের মাটিতে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া তাইজুল শ্রীলঙ্কাকে কিছুটা হলেও চাপে ফেলেছিলেন, কিন্তু পাতুম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংস পার্থক্য গড়ে দেয়। চান্ডিমালের ৯৩ আর কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান, যা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে যথেষ্ট ছিল।
এ হারের ফলে আবারও ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। সিরিজ শেষে এবার অপেক্ষা ওয়ানডে ম্যাচের। কলম্বোতেই আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে লড়াই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩
শ্রীলঙ্কা: ৪৫৮
ফলাফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী
ম্যাচসেরা: পাতুম নিশাঙ্কা
সিরিজসেরা: পাতুম নিশাঙ্কা
এবি/সিএস