কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে বিপর্যস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা ইনিংস জয়ের দ্বারপ্রান্তে

বাংলাদেশের এখন একমাত্র লক্ষ্য ইনিংস হার এড়ানো এবং ম্যাচকে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নেওয়া। কিন্তু যে ধসে পড়া দেখা গেছে, তাতে লড়াইটা যে অসম্ভব কঠিন—সেটাই বলছে বাস্তবতা।

Jun 27, 2025 - 20:14
Jun 27, 2025 - 20:16
 0  3
কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে বিপর্যস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা ইনিংস জয়ের দ্বারপ্রান্তে

আন্তঃবাণী প্রতিবেদকঃ 

কলম্বোতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে হারের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১১ রানের পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলাদেশের স্কোর ১১৫ রানে ৬ উইকেট। এখনো পিছিয়ে আছে ৯৬ রানে। এক ইনিংস হার এড়াতেই লড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করলেন টাইগার ব্যাটাররা।

তৃতীয় দিনের শুরুতে স্বপ্ন জাগানিয়া সূচনা করলেও দিন শেষ হয়েছে দুঃস্বপ্নে। সকালে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ৪৫৮ রানে থামায় বাংলাদেশ। পাথুম নিসানকার ১৫৮, চন্ডিমালের ৯৩ এবং কুশল মেন্ডিসের ৮৪ রানের ইনিংসে ভর করে বড় স্কোর করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করে আক্রমণের নেতৃত্ব দেন।

কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের জবাব ছিল হতাশাজনক। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যর্থ টপ অর্ডার। আনামুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক কেউই দাঁড়াতে পারেননি স্পিন আক্রমণের সামনে। প্রভাত জয়াসুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভার স্পিন ঘূর্ণিতে ছন্নছাড়া টাইগার ব্যাটিং লাইনআপ। জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেট এবং ধনাঞ্জয়া নেন আরও ২ উইকেট।

মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়লেও দিন শেষে তিনিও ফিরেছেন ২৬ রানে। শেষ সেশনের শেষ বলেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ। আগের দুই সেশনের মতোই শেষ হয়েছে উইকেট পতনে। তিন দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের এখন একমাত্র লক্ষ্য ইনিংস হার এড়ানো এবং ম্যাচকে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নেওয়া। কিন্তু যে ধসে পড়া দেখা গেছে, তাতে লড়াইটা যে অসম্ভব কঠিন—সেটাই বলছে বাস্তবতা।

এই টেস্ট হেরে গেলে ২-০ ব্যবধানে সিরিজ হারবে বাংলাদেশ, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাবে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ: ২৪৭ ও ওভারে ১১৫/৬।

শ্রীলঙ্কা: ১১৬.৫ ওভারে ৪৫৮।

এবি/সিএস