ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, কলম্বো টেস্টে ২৪৭ রানে গুটিয়ে প্রথম ইনিংস
টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে দিনের শেষেই। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে মাত্র ২৪৭ রানে।

আন্তঃবাণী স্পোর্টস ডেস্ক:
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে দিনের শেষেই। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে মাত্র ২৪৭ রানে।
বাংলাদেশ দিনের শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। শেষ উইকেটের পতন ঘটে ইবাদত হোসেন ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। তাইজুল চেষ্টা করলেও অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশাকে উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে দিনেশ চান্ডিমালের হাতে ধরা পড়েন। ৩৩ রানের ইনিংসে ইতি টানেন তিনি। এদিন সোনাল দিনুশা দারুণ অভিষেক ম্যাচে ৩ উইকেট নেন মাত্র ২২ রানে।
ব্যাটিং ব্যর্থতার গল্প শুরু হয়েছিল ইনিংসের একেবারে গোড়ায়। ওপেনার এনামুল হক ১০ বল খেলেই শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন। এরপর মুমিনুল হক ২১ রান করে বাজে শটে বিদায় নেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮), লিটন দাস (৩৪), মুশফিকুর রহিম (৩৫), মেহেদী হাসান মিরাজ (৩১) এবং নাঈম হাসান (২৫)—সবাই রান করেছেন, কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি।
সবচেয়ে বেশি রান এসেছে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে—৯৩ বলে ৪৬। তবে তিনি নিজেও সাজঘরে ফিরেছেন ইনিংস বড় না করেই। এদিন ৩০ পেরোনো ইনিংস ছিল পাঁচটি, কিন্তু কেউই ফিফটির গণ্ডি পার করতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে সফল ছিলেন তিন পেসার ও স্পিনার। আসিতা ফার্নান্ডো নেন ৩ উইকেট, বিশ্ব ফার্নান্ডো ও দিনুশা ৩টি করে, আর একটি উইকেট যায় অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ঝুলিতে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে মূলত ছিল অস্থিরতা, ভুল সিদ্ধান্ত এবং উইকেট ছুঁড়ে দেওয়ার প্রবণতা। দিনভর চলেছে উইকেট পতনের মিছিল।
বৃষ্টির কারণে খেলার কিছুটা সময় নষ্ট হলেও, মাঠে ফিরে আবারও হানা দেয় শ্রীলঙ্কার বোলিং আক্রমণ। দিন শেষে স্কোরবোর্ডে ২৪৭ রানের যা সংগ্রহ, সেটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলা কঠিন। এখন চোখ বাংলাদেশের বোলারদের দিকে—তারা কতটা কার্যকরভাবে শ্রীলঙ্কার ব্যাটিংকে চাপে ফেলতে পারেন।
কলম্বোর এসএসসি মাঠে টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৭ বছর পর এই ভেন্যুতে ফেরার ম্যাচে এমন শুরু দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে।
বাংলাদেশের জন্য এখন চ্যালেঞ্জ একটাই—এই অল্প রানে কিভাবে লড়াইয়ে টিকে থাকা যায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭/১০ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)
এবি/সিএস