চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে তিন

চট্টগ্রামে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এলেও, এই নতুন শনাক্তের ঘটনাটি স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রয়েছে।

Jun 11, 2025 - 13:51
 0
চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে তিন

চট্টগ্রাম প্রতিনিধিঃ দীর্ঘদিন পর বন্দরনগরী চট্টগ্রামে আবারও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। গত দুইদিনে মোট তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যা নগরীর স্বাস্থ্য বিভাগকে নতুন করে সতর্ক অবস্থায় নিয়ে গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৩০ বছর বয়সী একজন মহিলার শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে সোমবার (৯ জুন) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন এবং তারা নগরীর আকবর শাহ ও হালিশহর এলাকার বাসিন্দা।

চলতি বছরে চট্টগ্রামে একসঙ্গে একাধিক করোনা রোগী শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। এই ঘটনার পর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আবারও গুরুত্বারোপ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত তিনজনই বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তিনি বলেন, "নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ার পর আমরা আবার প্রস্তুতি জোরদার করছি। আইসোলেশন সেন্টার প্রস্তুত করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

সিভিল সার্জন আরও জানান, সরকারি ল্যাবে করোনা পরীক্ষার কিটের সাময়িক সংকট থাকলেও বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা চলছে। দ্রুত সময়ের মধ্যে সরকারি ল্যাবেও কিট পৌঁছে যাবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া, প্রায় ৮০ হাজার ডোজ করোনা টিকা মজুত আছে বলেও তিনি উল্লেখ করেন।

করোনার সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

নাগরিকদের মাস্ক পরিধান করা, ভিড় এড়িয়ে চলা এবং নিয়মিত হাত পরিষ্কার রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এবি/আরআর