রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা সুপারিশ তুলে ধরলেন ড. ইউনূস

সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

Sep 30, 2025 - 23:22
Sep 30, 2025 - 23:52
 0
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা সুপারিশ তুলে ধরলেন ড. ইউনূস
সংগৃহীত

আন্তঃবাণী ডেস্ক: নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে ৭ দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে এ তথ্য জানান।

সুপারিশগুলো হলো—

১. রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি।

২. মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু।

৩. রাখাইন অঙ্গরাজ্যে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সমর্থন ও পর্যবেক্ষণ উপস্থিতি নিশ্চিত।

৪. রাখাইন সমাজে রোহিঙ্গাদের টেকসই সংহতকরণের জন্য আস্থা বৃদ্ধিমূলক কার্যক্রম চালু।

৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য দাতা তহবিল সম্পূর্ণ করা।

৬. দায়মুক্তি রোধ ও পুনঃস্থাপন ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নরকো-অর্থনীতি ভেঙে দেওয়া।

৭. সীমান্ত-পারাপার অপরাধ প্রতিরোধ।

প্রধান উপদেষ্টা ইউনূস মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সম্ভব হবে।

এবি/সিএস