ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট , ইঙ্গিত কি সাকিবের দিকে?
কোনো নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

স্পোর্টস ডেস্ক: রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
কোনো নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।
এর ঠিক আগে রাত ৯টার দিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, গত বছরের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’
এমন পোস্টের পর নেটিজেনরা ধারণা করছেন, আসিফ মাহমুদের ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে সাকিবকেই বোঝানো হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সাকিবের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল।
সেটা যে সাকিবও উপলব্ধি করেছেন, তা বোঝা গেছে রাত ১১টা ২০ মিনিটের দিকে তার দেওয়া আরেকটি স্ট্যাটাস থেকে। সেখানে তিনি লেখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
স্ট্যাটাস দুটি ঘিরে এখন ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে সাধারণ সমর্থক—সবার মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, জাতীয় দলের হয়ে সাকিবের খেলা বন্ধ হয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক টানাপোড়েনই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
এবি/সিএস