বাংলাদেশ - শ্রীলঙ্কা দুই দলের সামনে সিরিজ জয়ের হাতছানি
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। মাঠে সব বাধা পেরিয়ে জয়ের রেকর্ডে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ।

আন্তঃবাণী ডেস্কঃ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আজ পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। তবে আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ, যা ম্যাচের ফলকে অনিশ্চিত করে তুলেছে। দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, চোটে থাকা নাজমুল হোসেনের বদলে সুযোগ পেতে পারেন মোহাম্মদ নাঈম। মাঠে সব বাধা পেরিয়ে জয়ের রেকর্ডে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ।
এবি/সিএস