বাংলাদেশের নির্লজ্জ ব্যাটিং, শ্রীলঙ্কার সিরিজ জয়

পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলঙ্কার হাতেই উঠেছে।

Jul 8, 2025 - 22:50
 0
বাংলাদেশের নির্লজ্জ ব্যাটিং, শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ

পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলঙ্কার হাতেই উঠেছে।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ২৮৫ রান তোলে কুশল মেন্ডিস ও চারিত আসালঙ্কার জোড়া ঝলকে। মেন্ডিস খেলেছেন ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস। আসালাঙ্কা করেছেন হাফ সেঞ্চুরি। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াই করেছেন, তবে মাঝের ওভারে লঙ্কানদের বড় জুটি ভাঙতে পারেননি।

জবাবে ২৮৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল তানজিদ হাসানের চারে। তবে একে একে ফিরে যান পারভেজ, নাজমুল, মিরাজ ও শামীম। লড়াইয়ে ছিলেন তাওহীদ হৃদয়, হাফ সেঞ্চুরি করেও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে জাকের আলি চেষ্টা করলেও হারের ব্যবধানই কেবল কমাতে পেরেছেন। ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এই হারের ফলে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানো বাংলাদেশের আর ইতিহাস গড়া হলো না। সিরিজ জিতে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য আবারও বিদেশের মাটিতে নতুন করে শুরুর প্রত্যাশা রইল।

এবি/সিএস