নারায়ে তাকবির’ স্লোগানে মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান

ইসলামী আন্দোলনের তিনটি মূল দাবি হলো—রাজনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু। সংগঠনটির নেতারা বলেন, দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এই তিন দাবির বাস্তবায়ন অপরিহার্য।

Jun 28, 2025 - 23:49
 0  3
নারায়ে তাকবির’ স্লোগানে মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান

আন্তঃবানী নিউজ ডেস্ক:

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে মুখর হয়ে ওঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এরপর দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতারা বক্তব্য দেন। দুপুর ২টায় শুরু হয় সমাবেশের মূলপর্ব।

বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই মিছিল ও স্লোগানে অংশ নেন হাজারো নেতা-কর্মী। বিকেল ৩টার পর রাজধানীতে কয়েক দফা বৃষ্টি হলেও নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। ভিজে ভিজেই তারা সমাবেশস্থলে অবস্থান করে দাবি তুলে ধরেন।

ইসলামী আন্দোলনের তিনটি মূল দাবি হলো—রাজনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু। সংগঠনটির নেতারা বলেন, দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এই তিন দাবির বাস্তবায়ন অপরিহার্য।

সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বেও তিন সদস্যের আরেকটি প্রতিনিধিদল উপস্থিত হয়।

ঐতিহাসিক এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ ইসলামি রাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এবি/ এসএফ