আজও দেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সার্বিকভাবে দিনের আবহাওয়া থাকবে মেঘলা, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা থাকবে স্বাভাবিক মাত্রায়।

Sep 30, 2025 - 09:00
Sep 30, 2025 - 09:01
 0
আজও দেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি:  আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ)। দেশের বেশ কিছু অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। সার্বিকভাবে দিনের আবহাওয়া থাকবে মেঘলা, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা থাকবে স্বাভাবিক মাত্রায়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজারহাট ও চুয়াডাঙ্গায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)

সূর্যোদয়: ভোর ৫:৪৯ মিনিটে

সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪৭ মিনিটে

এবি/সিএস