ছেলের জন্মদিনে ফের একসঙ্গে শাকিব-অপু

Sep 29, 2025 - 14:47
 0
ছেলের জন্মদিনে ফের একসঙ্গে শাকিব-অপু

বিনোদন ডেস্ক

ঢাকা: আলাদা হয়ে গেলেও, ছেলের জন্য তাঁরা এক। আবারও সেই প্রমাণ দিলেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের ১০ম জন্মদিনে, সমস্ত দূরত্ব ভুলে আবারও একসঙ্গে হলেন তাঁরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে, জয়ের জন্মদিনের পারিবারিক উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই, তাঁদের ভক্তদের মধ্যে চলছে উচ্ছ্বাস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাবা শাকিব খানের কোলে বসে আছে আব্রাহাম খান জয়। তার সামনে রাখা জন্মদিনের কেক এবং পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছেন মা অপু বিশ্বাস। এ সময়, অপু জয়ের হাতে কেকের একটি টুকরো তুলে দেন এবং সেখান থেকেই শাকিব খানকে কেক খেতে দেখা যায়।

এই ঘরোয়া আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে, যা মুহূর্তটিকে আরও আনন্দঘন করে তোলে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর, জয়ের জন্মদিনে শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের জন্য পৃথক পৃথক আবেগঘন বার্তা দিয়েছিলেন। কিন্তু দিনের শেষে, ছেলের মুখে হাসি ফোটানোর জন্য তাঁদের এই একত্রিত হওয়াকে, ভক্তরা পরিণত অভিভাবকত্বের এক সুন্দর উদাহরণ হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করার পর, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর সন্তান জয়ের জন্ম হয়। ২০১৭ সালে বিয়ের কথা প্রকাশ্যে আনার কিছুদিন পরই, এই তারকা জুটির বিচ্ছেদ হয়ে যায়। তবে ছেলের কারণে, প্রায়শই বিভিন্ন বিশেষ দিনে তাঁদেরকে একসঙ্গে দেখা যায়।

আন্তঃবানী/এইচএম