কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার (৬ জুলাই) বিকেলে রৌজা মনি বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

Jul 11, 2025 - 16:53
Jul 11, 2025 - 17:02
 0
কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

আন্তঃবানী নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ির পেছনের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রৌজা মনি সদর উপজেলার চর মারিয়া গ্রামের সুমন মিয়ার মেজো মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার (৬ জুলাই) বিকেলে রৌজা মনি বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

শুক্রবার সকালে এক কৃষক ঘাস কাটতে গিয়ে পাটক্ষেতে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে থাকেন। পরে তিনি শিশুটির মরদেহ দেখতে পান এবং স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

রৌজা মনির বাবা সুমন মিয়া বলেন, “কীভাবে কী ঘটল, বুঝতে পারছি না। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।”

এ বিষয়ে মারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবি ছিদ্দিক বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা চাই দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এলাকার সবাই এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করবে।”

পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবি/ এসএফ