খাগড়াছড়িতে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় প্রকাশ

তারা সবাই হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা।

Sep 29, 2025 - 23:38
 0
খাগড়াছড়িতে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় প্রকাশ
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা সবাই হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, নিহতরা হলেন— রামসু বাজার এলাকার আলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা (২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২১) এবং চেং গুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা (২২)।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবেরও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে টানা চারদিন ধরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ‘জুম্ম ছাত্র-জনতা’। এই অবরোধ চলাকালে রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারায় ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত হন। সহিংসতায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয়দের অনেকেই আহত হয়েছেন।

এবি/সিএস