বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া দলটি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ঠিক যেন গর্ব আর জেদের মিশেলে।

Jul 13, 2025 - 22:49
Jul 13, 2025 - 22:54
 0
বড় ব্যবধানে  শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ

ডাম্বুলার ভেজা বাতাসে হতাশার গন্ধটা যেন মিলিয়ে গেল রাতের শেষে—বাংলাদেশ আবার প্রমাণ করল, সহজে হার মানতে জানে না তারা। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া দলটি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ঠিক যেন গর্ব আর জেদের মিশেলে।

টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা, আর ব্যাটিংয়ে নেমে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ—দুই ওপেনার ফিরলেন যেন তাসের ঘরের মতো ভেঙে। কিন্তু মাঠে তখনই নামেন লিটন দাস। তাঁর ব্যাটে রান আসে, আসে সাহস। পাশে ছিলেন তাওহীদ হৃদয়, পরে শামীম হোসেন—দুজন মিলে শ্রীলঙ্কার বোলারদের স্বপ্ন কেড়ে নিলেন ঝড়ো ইনিংস খেলে।

১৭৭ রানের চ্যালেঞ্জ শ্রীলঙ্কার জন্য সহজ ছিল না, কিন্তু যেভাবে বাংলাদেশের পেসার–স্পিনার এক হয়ে আক্রমণ চালালেন, তাতে শুরুতেই দম বের হয়ে গেল লঙ্কান ব্যাটসম্যানদের। রিশাদ–মিরাজ–শরিফুল—একেকজন যেন তপ্ত তীর ছুঁড়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে।

শেষে হাল ধরার চেষ্টা হয়েছিল, কিন্তু হতাশ দর্শকরা গ্যালারি ছাড়তে শুরু করলেন, যখন বুঝলেন বাংলাদেশকে আর আটকানো যাবে না। জয় ছিনিয়ে নিল লাল–সবুজ, ফিরল সিরিজে সমতার লড়াইয়ে—আর প্রমাণ করল, ছেইম ছেইম নয়, নির্বোধ নয়—তাদের ঘুরে দাঁড়াবার সাহস আছে, বুকের ভেতর বিশ্বাস আছে!

শেষ ম্যাচেই হবে ফয়সালা—শিরোপা যাবে কার ঘরে? সেটাই এখন বড় প্রশ্ন।

এবি/সিএস