উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আন্তঃবানী নিউজ ডেস্ক
ঢাকা, ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। বিমানে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে এবং আশপাশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় জমেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, তবে নিহত বা আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এবি/এসএফ