লর্ডসে রূপকথার লড়াই, জাদেজার ব্যাটে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ ভারতের
শেষ জুটি জাদেজা আর মোহাম্মদ সিরাজ—এখনো ভারতের আশার প্রদীপ জ্বলছিল। ব্যাটে ব্যাটে সময় গড়ালেও ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির বাতাসে ভাসানো এক ডেলিভারিতে ভেঙে দেন স্বপ্ন।

আন্তঃবাণী স্পোর্টস ডেস্কঃ
লর্ডস টেস্টে শেষ দিনটাও যেন নাটকের মঞ্চ হয়ে উঠেছিল। একদিকে বেন স্টোকসের ইংল্যান্ড, যারা ঘরের মাঠে হারতে রাজি নয়, আরেকদিকে ভাঙা আঙুলের যন্ত্রণায় জর্জরিত হয়েও শেষ বল পর্যন্ত লড়াই করে গেছেন ভারতের রূপকথার নায়ক রবীন্দ্র জাদেজা।
জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ১৩৫ রান, হাতে ৬ উইকেট। দিনের শুরুতেই শঙ্কার ছায়া ঘনিয়ে আসে—টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডার টালমাটাল। ৪ উইকেটে ৫৮ রানে দিন শুরু করা ভারত লাঞ্চের সময় পর্যন্ত ৮ উইকেটে ১৩৭। ইংলিশ ফ্যানরা তখনই বিজয়ের উল্লাসে অর্ধেক নেমে গিয়েছিলেন গ্যালারিতে।
কিন্তু তখনই হিমালয়ের মতো অবিচল হয়ে দাঁড়ান জাদেজা। যশপ্রীত বুমরাকে সাথে নিয়ে গড়েন ধৈর্যের অনন্য জুটি। ১৩২ বল ধরে ৩৫ রানের জুটি, যেন ধুলো উড়িয়ে দিচ্ছে স্টোকসদের মুখে হাসি। স্টোকস নিজেই বুমরাকে ফেরালেন, তখন ভারতের দরকার আর ৪৬ রান, ইংল্যান্ডের দরকার মাত্র এক উইকেট।
শেষ জুটি জাদেজা আর মোহাম্মদ সিরাজ—এখনো ভারতের আশার প্রদীপ জ্বলছিল। ব্যাটে ব্যাটে সময় গড়ালেও ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির বাতাসে ভাসানো এক ডেলিভারিতে ভেঙে দেন স্বপ্ন। সিরাজের স্টাম্প ছিটকে যেতেই ছুটে আসেন পুরো ইংলিশ দল—লর্ডস যেন উৎসবের নগরী।
৭৪.৫ ওভার খেলে ১৭০ রানে গুটিয়ে যায় ভারত, মাত্র ২২ রানের হারে জাদেজার ব্যাটে লেখা হয়ে গেল অসমাপ্ত এক গল্প। তাঁর ১৮১ বলে ৬১ রানের ইনিংস রয়ে যাবে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় অধ্যায় হিসেবে।
পাঁচ ম্যাচের সিরিজে ২–১ এগিয়ে গেল ইংল্যান্ড। লর্ডসের গ্যালারি আর ইতিহাসে আজ লেখা হয়ে থাকল—এক ভাঙা আঙুল, এক অসম লড়াই, আর ইংলিশ ক্রিকেটের আরেকটি রোমাঞ্চকর জয়।
এবি/সিএস